
মায়ের সামনে “দ্বেষক ছাগ”কে বলি দিতে হয় “সৎকার্য হাঁড়িকাঠে”, বঙ্কিম বলে গেছেন। তাই বাঙালির তন্ত্রাশ্রয়ী শেকড়ে আবহমান মাতৃধর্মের সর্বোচ্চ প্রসারের জন্য কাজ। আর মা কালীর প্রতি যারা বিদ্বিষ্ট, শত্রু বা অন্তর্ঘাতক – তারাই পাঁঠা, তাদেরই বলি হবে।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, এগারো নভেম্বর দুহাজার বাইশ