
অশ্বং নৈব গজং নৈব ব্যাঘ্রং নৈব চ নৈব চ। অজাপুত্রং বলিং দদ্যাৎ দেবো দুর্বলঘাতকঃ।।
(অশ্ব, গজ বা ব্যাঘ্র নয়, কচি পাঁঠাকেই বলি যেতে হয়, কারণ দেবতারাও দুর্বলের ঘাতক) – সুভাষিতশ্লোক।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আট নভেম্বর দুহাজার বাইশ
সংযোজন
Abhijnan Vishwamitra মহিষ মেধ হত হরপ্পা সভ্যতায়। একটা শূল দিয়ে মহিষকে বিদ্ধ করা হত।
তুলনীয়, বৈদিক আর্যের অশ্বমেধ। মহিষ বা অশ্ব কারও বলি হত না, মেধ হত।
ছাগলের মত হাঁড়িকাঠে মহিষকে বলি দেওয়া পরবর্তী যুগের প্রক্ষেপ।
ছাগবলিই আদি বলি। হরপ্পা সভ্যতা থেকে ছাগবলি হচ্ছে।
সবলতম প্রাণীরও মেধ সম্ভব। বাঘেরও মেধ হতে পারে, কিন্তু বলি নয়।
মেধ ও বলি এক নয়।
ছাগলের বলি হয় কারণ ছাগল দুর্বল। অর্থাৎ, দুর্বল হলে প্রকৃতির নিয়মে তোমার বলি হবে।
প্রসঙ্গত, মেধ নিয়ে আগে অনেকবার লিখেছি, সম্ভবত সেসব কিছুই তুমি পড় নি। মহিষমেধ থেকেই মহিষমর্দিনী এসেছেন। মহিষটি শূলবিদ্ধ করার ভঙ্গিতেই আদি মহিষমর্দিনী মূর্তি দেখা যায়।
Payel Sengupta ঈশ্বরের অস্তিত্ব অসিদ্ধ। সাংখ্য উবাচ। আমরা জগদকারণ প্রকৃতির উপাসক, তাঁকে মা কালী বলে ডাকি। তিনি আপনার আল্লা ঈশ্বর গডের মত মানব কল্পনা নন।
প্রকৃতি কেন সৃষ্টি করেছেন, কেন ধ্বংসই বা করেন, এগুলো শাক্তের কাছে জানতে ও বুঝতে গেলে আগে মা কালীর জয়ধ্বনি করতে শিখুন, নইলে শাক্ত আপনাকে কিচ্ছু শেখাবে না।
Soumen Raju তোকে কে বলেছে কালীসাধক তোদের মত কুসংস্কারাচ্ছন্ন হয়ে বিজ্ঞান বা আল্লা বা গডের পুজো করে? তন্ত্র কাকে বলে জানিস?