
বাঙালি অবাঙালি নির্বিশেষে “হিন্দু” ঐক্য, আর হিন্দু মুসলমান নির্বিশেষে “বাঙালি” ঐক্য, এই ঐক্যপন্থী মাত্রেই কুয়োর ব্যাঙ। এরা অবাঙালির বাঙালি বিদ্বেষ দেখেনি, মোল্লার কাফের বিদ্বেষ দেখেনি। নিজের বদ্ধ কুয়োর বাইরে কিছুই দেখেনি এরা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, একুশ অক্টোবর দুহাজার বাইশ