
সপ্তডিঙা কালীপুজো সংখ্যার প্রচ্ছদ। প্রকাশিত হবে কালীপুজোর দিন। পুরোটাই ডিজিটাল। অনলাইনে পড়া যাবে সপ্তডিঙা ওয়েবসাইট থেকে। আমার প্ৰবন্ধ থাকছে। মা কালীর তত্ত্ব ও ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আগে লিখেছি, এবার যা লিখব তা হল মা কালী যেভাবে আদ্যা নিত্যা অব্যক্ত জগদকারণ প্রকৃতির একমাত্র ব্যক্ত রূপ হিসেবে প্রকাশিত হয়েছেন আমাদের ধর্মের ইতিহাসে, তার একটি ভাষ্য নির্মাণ।
প্রকাশিত হলে এই ফেসবুক পেজে লিংক দিয়ে দেব। সঙ্গে থাকুন। জয় মা কালী। জয় জয় মা।
এই প্রচ্ছদটি সপ্তডিঙা সম্পাদক ঋতুপর্ণা ডিজাইন করেছেন।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, বাইশ অক্টোবর দুহাজার বাইশ