
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পাঁচ নভেম্বর দুহাজার বাইশ
সংযোজন
১. Ranabir Chanda রাজ্যর কথা ওরা বলেনি। ইউনিয়ন টেরিটোরি। সরাসরি দিল্লির কেন্দ্রীয় সরকার থেকে শাসিত হবে।
২. Somen Sengupta Know your constitution. It’s not a hoax. Indian Union’s parliament has absolute right to divide (any state) and rule 😊
৩. Shantanu Roy ভারতে পঞ্চাশের দশক থেকেই তো তাহলে ভাষাভিত্তিক রাজ্য তৈরি করে মারাত্মক মনুষ্যত্বের অপমান শুরু হয়ে গেছে। মনুষ্যত্বের এত অপমান সহ্য না করে একটা জোরদার আন্দোলন করলে হয় না? এই যেমন বিধান রায় বাংলা বিহার সংযুক্ত করতে চেয়েছিলেন, সেরকমই একটা ভালো মনুষ্যত্বের আন্দোলন? শুরু করলে জানাবেন, আমি পাশে আছি ✊🏻
৪. Shantanu Roy আবার দেখুন ধর্মের ভিত্তিতে সাতচল্লিশ সালে বাংলা ভাগ। সেটার ফলেই পশ্চিমবঙ্গের সৃষ্টি। মনুষ্যত্বের এত অপমান করেই একটা আস্ত রাজ্য তৈরি করে ফেলা হয়েছে, এবং আপনি সম্ভবত সেখানেই থাকছেন। আপনার তরফ থেকে কিন্তু একটা প্রতিবাদের আশা থাকছে। মে বি আপনি এই ধর্মীয় বাংলাভাগকে অস্বীকার করে মনুষ্যত্বের স্বার্থে দুই বাংলাকে আবার জুড়ে দেওয়ার আন্দোলন করতে পারেন। করলে জানাবেন, তখনও যদ্দুর পারি আপনার আশেপাশে চলে যাব ✊🏻

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, পাঁচ নভেম্বর দুহাজার বাইশ

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ ছয় নভেম্বর দুহাজার বাইশ

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ছয় নভেম্বর দুহাজার বাইশ