
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আট নভেম্বর দুহাজার বাইশ
সংযোজন
হ্যাঁ, খুবই সম্ভব। তবে হতোদ্যম না হয়ে অনবরত শেয়ার করে যান, শত্রু একসময় পিছু হটবে, তারপর গুঁড়িয়ে যাবে।
হ্যাঁ ঠিকই বলেছেন। কিন্তু দুটি কথা মনে রাখুন।
জন্ম হইতে মায়ের জন্য বলিপ্রদত্ত – এই বাক্যে বলিদান গৌরবের। যেমন অগ্নিযুগের বিপ্লবীরা দেশের জন্য বলি গেছেন। তাঁরা নির্দোষ ছিলেন, তাঁরা কোনও দোষ করেন নি। কাজেই নির্দোষ ব্যক্তিও বলি যেতে পারেন, মহত্তর উদ্দেশ্যে।
দ্বিতীয়ত, দেবো দুর্বলঘাতকা:। একটা সংস্কৃত শ্লোক আছে। অশ্ব নয় বাঘ নয় সিংহ নয়, একমাত্র ছাগকেই বলি দেওয়া হয়, কারণ দেবতারাও দুর্বলের ঘাতক। অর্থাৎ, প্রকৃতির নিয়ম। যেমন বাঙালি যদি দুর্বল হয়, তখন প্রাকৃতিক নিয়মেই বাঙালিকে বিভিন্ন বিজাতীয় বলয়ের দালালদের হাতে বলি যেতে হবে।
আশা করি সংক্ষেপে বোঝানো গেল। দুর্বল বা নির্দোষই অনেক সময় বলি যান। বস্তুত বলি এক পবিত্র রিচুয়াল, মায়ের কাছে বলি যাওয়ার অন্যতম অর্থ মোক্ষলাভ।
শত্রুর তো নিপাত ঘটাতে হয়। আমি এখানে এফেক্ট তৈরির জন্য মায়ের ভোগের কথা লিখেছি।