
সিংহবাহিনী জগদ্ধাত্রী হলেন মা দুর্গার আরেক রূপ, তিনি বাংলা জুড়ে পূজিত হচ্ছেন এখন। জগদ্ধাত্রী পুজোর মহামাহেন্দ্রক্ষণ, অর্থাৎ কার্তিকমাসের শুক্লা নবমী তিথি সমাগত। মা এসেছেন, আনন্দে আমরা মায়ের বন্দনা করি।
দয়ারূপে দয়াদৃষ্টি দয়ার্দ্রে দুঃখমোচনি
সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমোহস্তুতে
জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে
জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমোহস্তুতে।
জগদ্ধাত্রীকে প্রণাম করি।
দেখছেন কলকাতায় নির্মিত ১৮৮০ সালে শিল্পী কৃষ্ণহরি দাসের লিথোগ্রাফ চিত্র। বর্তমানে মেট মিউজিয়ামে আছে।
জয় জয় মা।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দুই নভেম্বর দুহাজার বাইশ