
ঠাকুরদার কোলে বসে আমার প্রথম বাংলা অক্ষর চেনার দিন। আমার হাতেখড়ির ছবি। আশির দশকে কোনও এক সময়, সরস্বতী পুজোর শুভক্ষণে। দেখুন ছবিটা। পূর্বসূরীদের প্রাচীন প্রজ্ঞা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে আসছে, পূর্বসূরীর তত্ত্বাবধানে উত্তরসূরী চিনছে এই মহাজাতির আবহমান শেকড়, তন্ত্রাশ্রয়ী বাংলা বর্ণমালা। কালী পঞ্চাশৎ বর্ণময়ী…
Praise this moment, dear friends. Enemies, curse while you still can.
For, this is where it all began…
তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ আট নভেম্বর দুহাজার বাইশ