
মা কালীর নামে এই বাংলা ভূখণ্ড এবং এই বাঙালি জাতি সংজ্ঞায়িত হয়। আমাদের কারও এক জীবন যথেষ্ট নয় মা কালীর নাম নেওয়ার জন্য, মায়ের কথা শতমুখে বলেও শেষ করা যায় না। আমরা যারা মা কালীর তত্ত্ব ও ইতিহাস রচনা করার ব্রতে ব্রতী হয়েছি, আমরা জানি এই মহাসমুদ্রের কোনও আদি অন্ত নেই। তবুও মায়ের নাম সম্বল করে মায়ের কথা বলতে চলে এসেছি। মায়ের সন্তান যে যেখানে আছো, এসো আমরা মায়ের নাম করব একসঙ্গে, মায়ের জয়ধ্বনি করব একসঙ্গে, মায়ের অপরূপ মূর্তি দর্শন করব একসঙ্গে। জয় মা কালী।
হুগলি জেলায় আজকে একটু আগে তোলা হয়েছে মায়ের এই ছবিটি। আমার শ্বশ্রূমাতা পাঠিয়েছেন।
এই ধরণের মাতৃমূর্তি ওখানে অনেক জায়গায় নির্মিত হয়। ছবি দেখে আমি প্রথমে বালিগোড়ির বড় মা ভেবেছিলাম। কিন্তু এটি পারাম্বুয়া অঞ্চলে তোলা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ পঁচিশ অক্টোবর দুহাজার বাইশ