
জয় মা বলিপ্রিয়ে। সহজ সন্ধিপুজোর বলির অলাবু থেকে “রক্ত” বেরোতে দেখেছি এবারও, তার এক বিন্দু সহস্রধার হয়ে মা চামুণ্ডা চর্চিকার তৃষ্ণা নিবারণ করুক। তবে প্রাকৃতিক নিয়মেই এই “রক্ত” বেরোয় জানি। যিনি স্বয়ং প্রকৃতি, তাঁর নিয়মের উলঙ্ঘন কার সাধ্য! এই ছোট্ট খাঁড়ার নাম পন্থদাশ। এই নামে বল্লালসেনের একজন সেনাপতি ছিলেন। আমার পূর্বমানুষ!
সন্ধিপুজোর বলি স্বয়ং মা চামুণ্ডা গ্রহণ করেন। পালযুগে সম্রাট নয়পালের বাণগড় প্রশস্তির চর্চিকাস্তব উচ্চারণ করে বলি দিয়েছি, স্তবটি শ্রীধর নামে এক বাঙালি কবির লেখা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তিন অক্টোবর দুহাজার বাইশ