
সহজ মহানবমীর আমিষভোগ। সন্ধিপুজোর বলির অলাবু দিয়ে একাধিক পদ তৈরি করা হয়েছে, এছাড়া মাছ এবং নন-হালাল মাংস দিয়ে এই ভোগ রান্না করা হয়েছে। যেহেতু ফ্ল্যাটের মধ্যে পুজো তাই পশুবলি সম্ভব নয় কিন্তু মা বলিপ্রিয়া রুধিরপ্রিয়া তাই মাংসভোগ অবশ্যই দেওয়া প্রয়োজন, একমাত্র ব্যতিক্রমের অধিকার গৌড়ীয় বৈষ্ণবের জন্য প্রযোজ্য। প্রসঙ্গত হালাল মাংস মাকে দেওয়া যায় না, কারণ তা বৃথা মাংস।
ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, চার অক্টোবর দুহাজার বাইশ