
আমাদের সহজ দুর্গাপুজোর সপ্তমীতে নবপত্রিকা স্নান সমাপনে মাকে মৎস্যভোগ দেওয়া হয়েছে। ভোগের ছবি দর্শনে দুর্ভোগ কাটে। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, দুই অক্টোবর দুহাজার বাইশ
সংযোজন
Jimut Bahan Panda বলি ব্যতিরেকে যা যা দিতে পারেন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী তার সবই দেওয়া যায়। যদি কোনও ব্যতিক্রমী দুর্গাপুজোয় সন্ধিপুজোর আগেও বলি হয়, ধরা যাক সপ্তমীর দিনও পশু বলি হয়, তারা তো বলিপরবর্তী ভোগে রান্না করে মাংসও নিবেদন করতে পারবেন।
বলি ছাড়া মাংস বৃথা হয় এজন্য সন্ধিপুজোয় বলি না হওয়া পর্যন্ত মাংস ভোগ দেওয়া যায় না। এবার, যদিও কিছু জায়গায় পুজোয় মৎস্যবলির প্রথা আছে, কিন্তু মাছ বলি ছাড়াও ভোগ্য হতে পারে কারণ বাঙালির শাস্ত্রে নিরামিষ রূপে গণ্য, এজন্য স্বচ্ছন্দে দেওয়া যায়।
আমাদের সহজ পুজোর সপ্তমী ভোগে এই নিয়ে তিন বছর ধরেই মাছ দেওয়া হচ্ছে।