
আমি সহজ দুর্গাপুজোর কদিন কোনও রকম বিতর্ক চাইনি, উস্কানিমূলক কমেন্ট যদিও প্রচুর এসেছে। সবথেকে বেশি বিতর্ক দেখেছি বলি নিয়ে। এছাড়া সহজ পুজোর বিরোধিতাও দেখেছি। হুদূর-বাদুড় দেখেছি, মাতৃকা উপাসনার নামে মাতৃকা দূষণ করা দালাল দেখেছি। তন্ত্রের ভান করা মাতৃকাদ্বেষক গুহ্যবাদী বর্ণবাদী দালাল দেখেছি। কাংলাপক্ষ থেকে চাড্ডিপক্ষ, সবাই এসে এই কদিন মনোসংযোগ নষ্ট করতে চেয়েছে। মগধরাজ জরাসন্ধের পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমি ব্রাত্যধর্মী মাতৃকা উপাসক এক মনে আমার সহজ দুর্গোৎসব ব্রত পালন করেছি, সমস্ত উস্কানির প্রত্যুত্তর মুলতুবি রেখে।
তবে কি না, পুজো শেষ। কাজ শুরু আবার।
জীবন জুড়েই তো যুদ্ধ আর কাটাকাটি। সে সবে পুনরায় ঝাঁপিয়ে পড়ার আগে না হয় দুয়েকটি নিবিড় মুহূর্ত কাটালাম।
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে!
শুক্রবার রাতে বিজয়া সম্মিলনী লাইভ করব এই পেজ থেকে। সমস্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হবে।
শুভ বিজয়া!
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সাত অক্টোবর দুহাজার বাইশ