
আর কয়েক ঘন্টা বাকি আছে সন্ধিপুজোর বলির আগে। সহজ পুজোয় পশু বলি দেওয়ার বাধ্যবাধকতা নেই, কারণ শহরের ফ্ল্যাটে পরিসরের অভাব। কিন্তু আগের প্রতি বছরই দেখেছি আমাদের বলির অলাবু থেকে রক্তবর্ণের রস নির্গত হয়, প্রাকৃতিক কারণেই হয়, এবং ধরে নেওয়া হয় মা তৃপ্ত হয়েছেন। বলিরক্তপ্রিয়া মায়ের সামনে বলিদানের মুহূর্ত আসন্ন। বীরাষ্টমী, তাই বলির খাঁড়াটিরও পুজো হয়েছে। অষ্টমী তিথিতে মণ্ডপে মা দুর্গার সঙ্গে অষ্টচণ্ডী এবং চৌষট্টি যোগিনী অবস্থান করেন, সেই সঙ্গে ভৈরব দিকপালরাও। সবার উদ্দেশ্যেই অষ্টমী সকালের পুজো হয়।
দুর্গাপুজোর শ্রেষ্ঠতম ক্ষণ হল সন্ধিপুজো। মহাষ্টমী এজন্যই এত মহতী এক আয়োজন। মা সানুচর বিরাজ করছেন…
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তিন অক্টোবর দুহাজার বাইশ