
বাঙালির নাকি হয় না কোনও হিন্দু মুসলমান?
তবে, বাংলাদেশে হিন্দু মারতে ডাকছে কার আজান? আর পুজো এলেই দুর্গামূর্তি কেন ভেঙে খান-খান?
হিন্দুর নাকি হয় না কোনও বাঙালি অবাঙালি?
তবে কেন আসাম জুড়ে বঙ্গাল খেদালি, আর বাংলা বলা হিন্দুকে ধরে ডি ভোটার বানালি?
সবার ওপরে মানুষ সত্য, নেই ভেদাভেদ শুনছি?
বিশ্বমানব! তোমার ঢপের পাপের ভারা গুনছি।
জয় বাংলা বলে চেঁচাও? জয় শ্রী রামে তুলছ গলা?
ছাগু চাড্ডি! শনির দৃষ্টি মাপছে তোমায় আগাপাস্তলা।
© তমাল দাশগুপ্ত
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, আঠাশ আগস্ট দুহাজার বাইশ