
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, বাইশ সেপ্টেম্বর দুহাজার বাইশ
কোনও হিন্দুত্ববাদী গেরুয়া চাড্ডি তো গরুবিকাশের নামে মামলা করবে না। লাল গেরুয়ার সেটিং আছে। সিপিএম মোল্লা ভোট কাটবে, আর চাড্ডি নেবে হিন্দু ভোট। সে যাক। ওদিকে তিনুর সাধ্য ও সাধ কোনওটাই নেই, চোরের পার্টি, এরা চুরি চামারি কাটমানি সিন্ডিকেট ছাড়া কিছু বোঝে না।
তো হুদূরবিকাশ এই বছর দুর্গাপুজোর সময় ফের ওর গল্পের মোষকে ভুলনিবাসী গাছে ওঠালে ওর নামে মামলা করতে পারেন, এমন সাহসী ও শাক্তধর্মের অনুসারী উকিল কেউ আছেন আমার পেজের পাঠকদের মধ্যে?
তন্ত্রশাস্ত্র থেকে, শাক্তধর্মের সমস্ত টেক্সট থেকে যাবতীয় ডকুমেন্টেশন করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আদালতে পিটিশন করার কাজটা শুধু উকিলবাবু করবেন।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, একুশ সেপ্টেম্বর দুহাজার বাইশ