
সংযোজন
সুভাষের পাশে বাংলা যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে আর কোনও প্রদেশই দাঁড়ায়নি, এবং সুভাষের পাশে দাঁড়ানোর জন্য বাঙালিকে যেভাবে বিধ্বস্ত হতে হয়েছে সেরকম আর কোনও ভারতীয় জাতির অভিজ্ঞতা হয়নি (চার্চিলস সিক্রেট ওয়ার দ্রষ্টব্য)। এটা ইতিহাসের প্রাথমিক শিক্ষা যার আছে সেই জানে। ছাগু চাড্ডি এবং বিশ্বমানবদের মধ্যে বিকট রকমের আত্মগ্লানি ও আত্মঘৃণা আছে, এরা বাঙালি না হয়ে যদি খোট্টা বা মোল্লা বা নিদেনপক্ষে সাহেব জন্ম নিতেন তাহলে বর্তে যেতেন। ইহার থেকে হতেম যদি আরব বেদুইন …