
আজ সারারাত মা মনসার পুজো, এরপর ভোররাতে বলি দিয়ে শ্রাবণ সংক্রান্তির এই মনসা পুজো শেষ হবে। হুগলি জেলার একটি মনসামণ্ডপে একটু আগে তোলা ছবি।
চার সন্তান/সহচর সহ মা মনসা পূজিত হচ্ছেন, এই মণ্ডপে, এই মূর্তিমণ্ডলে। সাড়ে চার হাজার বছর আগেকার অন্তিম হরপ্পা সভ্যতা থেকে মা মনসা/সর্পমাতৃকা আমাদের মধ্যে পূজিত হচ্ছেন।
আমি যখন এই সহস্র সহস্র বছরের জীবন্ত গণধর্মকে প্রত্যক্ষ করি, আমার তীব্র উল্লাস হয়, আমার গর্জন করতে ইচ্ছে করে মায়ের নামে, বাহুতে এবং উরুতে চাপড় মেরে নৃত্য করতে ইচ্ছে করে মায়ের নামে, মায়ের সামনে দেওয়া বলির রক্ত কপালে মেখে নিতে ইচ্ছে করে। কিন্তু আমি অতি কষ্টে সেই উছ্বাস চেপে স্মিতমুখে দাঁড়িয়ে থাকি মায়ের প্রতিমার সামনে, কারণ এই জন্মে আমি অধ্যাপক হয়েছি।
এই আমাদের আবহমান শেকড়। জয় মা মনসা। জয় জয় মা।
★ তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
সংযোজন ১
আপনার জন্য মহা সুভাষিত সংগ্রহ থেকে এই শ্লোকটি রইল।
অশ্বং নৈব গজং নৈব ব্যাঘ্রং নৈব চ নৈব চ।
অজাপুত্রং বলিং দদ্যাৎ দেবো দুর্বলঘাতকঃ।।
অর্থাৎ অশ্ব নয়, গজ নয়, ব্যাঘ্র তো একেবারেই নয়। কচি ছাগলকেই বলি দেওয়া হয়। কারণ, দেবতারাও দুর্বলের ঘাতক।
সংযোজন ২
হরপ্পা সভ্যতার সর্পমাতৃকা

তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সতেরো আগস্ট দুহাজার বাইশ