
আজ শ্রাবণ সংক্রান্তি, আজ বাঙালি মা মনসার পুজো করছে। শ্রাবণ মাস মা মনসার মাস, সারা মাস ধরেই মা মনসার পুজো হয়। আজকে শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোর মাধ্যমে উৎসব সমাপ্ত হবে। এই উপলক্ষে পাঁঠাবলি এবং অন্যান্য বলি হয়। মা মনসার পুজোয় পশুবলি এক নিয়মিত বৈশিষ্ট্য।
মা মনসার পুজোয় বলি প্রদানের শাস্ত্রীয় বিধি পাওয়া যায়। বিশেষ করে শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে মা মনসার উদ্দেশ্যে বলি প্রদান করে মায়ের পুজো করার নির্দেশ পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে।
পঞ্চম্যাং মনসাখ্যায়্যাং দেব্যৈ দদ্যাচ্চ যো বলিম্।
ধনবান্ পুত্রবাংশ্চৈব কীর্তিমান্ স ভবেদ্ ধ্রুবম্।।
পঞ্চমী ব্যতিরেকেও শ্রাবণ সংক্রান্তির দিনে মা মনসার পুজোয় বলি দেওয়া তন্ত্রমতে সিদ্ধ। তন্ত্র অনুযায়ী সমস্ত মাতৃকা উপাসনায় বলি দেওয়া যায়, এমনকি যেগুলোয় সচরাচর বলি হয় না, সেখানেও বলি দিয়ে মায়ের পুজো করা যায়। আর মনসা পুজোয় তো বলি দেওয়ার সরাসরি বিধান রয়েছে।
© তমাল দাশগুপ্ত
দেখছেন পালযুগের গৌড়বঙ্গে উৎকীর্ণ মা মনসা, একাদশ শতক। বর্তমান অবস্থান আর্ট ইনস্টিটিউট অভ শিকাগো।
জয় মা মনসা। জয় জয় মা।
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, সতেরো আগস্ট দুহাজার বাইশ।
এছাড়া শেয়ার করা হয়েছে
প্রোটো মনসা মূর্তি, চন্দ্রকেতুগড় গঙ্গারিডাই সভ্যতা
প্রত্ন মনসা, গঙ্গারিডাই সভ্যতা, চন্দ্রকেতুগড়
পালযুগের মনসা
গোয়ায় পূজিত মা মনসা
মনসাবিস্তার