
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, তিন আগস্ট দুহাজার বাইশ
সংযোজন
এবং ঘটনাচক্রে এরা সবাই ইংরেজের দালাল ছিল: সংঘ পরিবার, বাম, কংগ্রেস, রাবীন্দ্রিক বিশ্বমানব – সবাই ইংরেজের দালাল ছিল। তারাই আজ ক্ষমতা ভোগ করছে।
বাকি কারও স্বার্থ না দেখে শাক্ত বাঙালির নিজের স্বার্থ নিজেকে দেখতে হবে এখন। আর এক বিন্দু উদারতা নয়। বাঙালি অবাঙালি নির্বিশেষে সারা ভারত, রাম হনুমান নির্বিশেষে সমগ্র হিন্দুধর্ম, হিন্দু মুসলমান নির্বিশেষে সমগ্র ঢপকেত্তন – ইত্যাদি যারাই গাইতে আসবে, সেই সব দালালদের গান তাদের গাঁ*-এ ঢুকিয়ে দিতে হবে।