ভুলনিবাসীর সাত মিথ্যে-মিথ – তমাল দাশগুপ্ত

ভুলনিবাসীর সাত মিথ্যে-মিথ। প্রথম মিথ্যে। অস্ট্রোএশিয়াটিক উপাদানই ভারতের মূলনিবাসী। আর্কিওজেনেটিক্স বলছে যে বৈদিক আর্যের পরিযানের সমকালে বা এমনকি বৈদিক আর্যের আগমনেরও পরে অস্ট্রোএশিয়াটিক পরিযান ঘটেছে। বস্তুত উপমহাদেশের হরপ্পা সভ্যতায় সবার আগে দ্রাবিড় এবং তারপর আউটার এরিয়ান বা ব্রাত্য আর্য এসেছেন। … পড়তে থাকুন ভুলনিবাসীর সাত মিথ্যে-মিথ – তমাল দাশগুপ্ত