
শুভ রাসযাত্রা। আজ বাঙালির প্রাণের রাসমঞ্চে যে রাসমণ্ডল প্রস্তুত হবে, সেখানে যিনি কালী তিনিই কৃষ্ণ। নবদ্বীপে শাক্ত রাস উৎসবে আজ একাধিক কালীকৃষ্ণ পুজো অনুষ্ঠিত হচ্ছে, অন্যান্য রাসমাতৃকার পাশাপাশি।
“একটি প্রাচীন শ্যামারূপ কল্পনায় কৃষ্ণরূপের সঙ্গে আশ্চর্য নৈকট্য পাই। “Śāradātilaka also gives us the ‘mantra’ for meditation on the deity (Kairāti) as Śyāmā with peacock’s tail on her head, dressed in bark-garment with a garland of ‘gunjā’ flowers, having three eyes and with postures of book and fearlessness in hands”। অর্থাৎ ময়ূরপুচ্ছধারী শ্যামা মা, গুঞ্জাফুলের মালা পরিহিতা। প্রসঙ্গত শারদাতিলক মোটামুটি ৮০০ খ্রিষ্টাব্দের গ্রন্থ, মহারাষ্ট্রে রচিত। কিন্তু মধ্যযুগের শ্যামরূপা মন্দির নির্মিত হয়েছিল গৌড়বঙ্গের বীরভূমে।
বস্তুত বৈষ্ণবধর্মের সঙ্গে শাক্তধর্মের সম্পর্ক অতি প্রাচীন। ৪২৩ খ্রিষ্টাব্দে গঙ্গাধর ইন্সক্রিপশনে একটি বিষ্ণু মন্দির স্থাপনা করা হয়েছে যা ডাকিনীদের দ্বারা পরিপূর্ণ এবং সেখানে আহ্বান জানানো হয়েছে মাতৃগণকে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য জানান।”
—মা কালীর উৎসরণ (সপ্তডিঙা কালীপুজো সংখ্যা, ১৪২৭) https://shoptodina.wordpress.com/2020/11/13/%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%83-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0/
রাসপূর্ণিমার অভিবাদন ও শুভেচ্ছা জানাই এই পেজের সকল পাঠককে।
© তমাল দাশগুপ্ত Tamal Dasgupta
ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত
তমাল দাশগুপ্ত ফেসবুক পেজ, ৩০ নভেম্বর ২০২০